সমরেশ মজুমদার ঔপন্যাসিক, গল্পকার। ১০ মার্চ, ১৯৪৪ সালে তিনি জন্ম গ্রহণ করেন। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০ সালে। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। প্রথম গল্প দেশ পত্রিকায় ১৯৬৭ সালে প্রকাশিত হয়। প্রথম উপনাস "দৌড়" দেশ পত্রিকায় ১৯৭৫ সালে প্রকাশিত হয়। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনিকার । তাঁর সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন। তাঁর ট্রিলজি 'উত্তরাধিকার', 'কালবেলা', 'কালপুরুষ' বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থান অধিকার করেছে। উত্তরবঙ্গের জল জঙ্গলের প্রতি মমত্ববোধ তাঁর রচনাকে স্বতন্ত্রভাবে বৈশিষ্ট্যমন্ডিত করেছে। রাজনৈতিক চেতনা, প্রেম, অপ্রাপ্তি, হতাশা এবং আধুনিক নাগরিক জীবনের নানান ঘাত প্রতিঘাতের ছবি ফুটে উঠেছে তাঁর সৃষ্টিতে। সম্মাননাঃ আনন্দ পুরস্কার, ১৯৮২, সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৮৪ ও অন্যান্য।
গ্রন্থের ভূমিকায় লেখকের প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে, রোমান্টিক পদবাচ্য উপন্যাস বলতে ঠিক কোন উপন্যাসগুলিকে বোঝায় সেই বিষয়ে। কেবল নরনারীর প্রণয়ই কি তার উপজীব্য? প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরঙ্গতা তা কি 'রোমান্টিক' নয়? বাস্তবিক, নির্দিষ্ট একটি বিশেষণ প্রয়োগে মানব হৃদয়ের শতধা অনুভূতিকে সংজ্ঞায়িত করা বোধ হয় সমীচীন নয়। পক্ষান্তরে, সাহিত্য তো নৈর্ব্যক্তিক নয়- সামাজিক, পারিবারিক, রাজনৈতিক প্রভৃতি শ্রেনীতে উপন্যাসের যে বিন্যাস ঘটে- তার সবখানেই ছড়িয়ে থাকে মানব হৃদয়ের আনন্দ বেদনা, আশা নিরাশা আকাঙ্ক্ষা বিদ্রোহ প্রশান্তির সূক্ষ্ম কারুকার্যময় সংবেদন অনুভূতি। তবুও তারই মধ্যে কোনো কোনো রচনায় 'রোমান্টিক' সুরটিই হয়তো বিশেষভাবে বেজে উঠে হৃদয়কে মন্দ্রিত করে। যেমন সমুদয় সা রে গা মা পা ধা নি সা নিয়েই সঙ্গীতের সম্পূর্ণতা- তবু কোনো অংশে সা প্রবল, কোথাও রে অধিকতর শ্রব্যময়। 'মধুর ধ্বনি বাজে হৃদয়কমল বন মাঝে'। অন্তর মন্দ্রিত এমনই ছটি উপন্যাস নিয়ে এই গ্রন্থ।
Weight:761 gm
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
সমরেশ মজুমদার ঔপন্যাসিক, গল্পকার। ১০ মার্চ, ১৯৪৪ সালে তিনি জন্ম গ্রহণ করেন। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০ সালে। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। প্রথম গল্প দেশ পত্রিকায় ১৯৬৭ সালে প্রকাশিত হয়। প্রথম উপনাস "দৌড়" দেশ পত্রিকায় ১৯৭৫ সালে প্রকাশিত হয়। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনিকার । তাঁর সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন। তাঁর ট্রিলজি 'উত্তরাধিকার', 'কালবেলা', 'কালপুরুষ' বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থান অধিকার করেছে। উত্তরবঙ্গের জল জঙ্গলের প্রতি মমত্ববোধ তাঁর রচনাকে স্বতন্ত্রভাবে বৈশিষ্ট্যমন্ডিত করেছে। রাজনৈতিক চেতনা, প্রেম, অপ্রাপ্তি, হতাশা এবং আধুনিক নাগরিক জীবনের নানান ঘাত প্রতিঘাতের ছবি ফুটে উঠেছে তাঁর সৃষ্টিতে। সম্মাননাঃ আনন্দ পুরস্কার, ১৯৮২, সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৮৪ ও অন্যান্য।
গ্রন্থের ভূমিকায় লেখকের প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে, রোমান্টিক পদবাচ্য উপন্যাস বলতে ঠিক কোন উপন্যাসগুলিকে বোঝায় সেই বিষয়ে। কেবল নরনারীর প্রণয়ই কি তার উপজীব্য? প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরঙ্গতা তা কি 'রোমান্টিক' নয়? বাস্তবিক, নির্দিষ্ট একটি বিশেষণ প্রয়োগে মানব হৃদয়ের শতধা অনুভূতিকে সংজ্ঞায়িত করা বোধ হয় সমীচীন নয়। পক্ষান্তরে, সাহিত্য তো নৈর্ব্যক্তিক নয়- সামাজিক, পারিবারিক, রাজনৈতিক প্রভৃতি শ্রেনীতে উপন্যাসের যে বিন্যাস ঘটে- তার সবখানেই ছড়িয়ে থাকে মানব হৃদয়ের আনন্দ বেদনা, আশা নিরাশা আকাঙ্ক্ষা বিদ্রোহ প্রশান্তির সূক্ষ্ম কারুকার্যময় সংবেদন অনুভূতি। তবুও তারই মধ্যে কোনো কোনো রচনায় 'রোমান্টিক' সুরটিই হয়তো বিশেষভাবে বেজে উঠে হৃদয়কে মন্দ্রিত করে। যেমন সমুদয় সা রে গা মা পা ধা নি সা নিয়েই সঙ্গীতের সম্পূর্ণতা- তবু কোনো অংশে সা প্রবল, কোথাও রে অধিকতর শ্রব্যময়। 'মধুর ধ্বনি বাজে হৃদয়কমল বন মাঝে'। অন্তর মন্দ্রিত এমনই ছটি উপন্যাস নিয়ে এই গ্রন্থ।
Very good storyMay 30, 2022 8:25:37 PM