নারায়ণ দেবনাথ (২৫ নভেম্বর ১৯২৫ ― ১৮ জানুয়ারি ২০২২) ছিলেন একজন বিশিষ্ট কমিক্স শিল্পী। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময় উপস্থিত হলে তাঁর আর্ট কলেজের শিক্ষায় ছেদ
পড়ে। গত শতকের পঞ্চাশের দশক থেকেই তাঁর আঁকার সঙ্গে পরিচয় বাঙালি পাঠকের। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ছোটদের বই কিংবা ‘শুকতারা’-র পাতা, তরুণ নারায়ণ দেবনাথের অলঙ্করণ তখন থেকেই মুগ্ধ করেছিলো। ষাটের দশকের গোড়ার
দিকে শুকতারার সম্পাদকের অনুরোধে 'হাঁদা ভোঁদার কান্ডকারখানা'র উদ্ভব। সেই থেকেই তাঁর সঙ্গে ছোট্ট ছেলেমেয়েদের এক অমোঘ সম্পর্ক সূচিত হয়ে যায়। ক্রমে আবির্ভাব ঘটে 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে', 'বাহাদুর বেড়াল', 'শুঁটকি আর মুটকি',
'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু' 'পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান', 'গোয়েন্দা কৌশিক রায়'। জনপ্রিয় যেমন হয়েছে তেমনই জনপ্রিয়তা বজায় থেকেছে প্রজন্মের পর প্রজন্মে। কমিক্সের ইংরেজী অনুবাদের মাধ্যমে বৃহত্তর পাঠক তাঁর সৃষ্টির কাছে পৌঁছোনোর
সুযোগ পেয়েছেন।
বাঁটুলকে কেন্দ্র করে যে বিভিন্ন গল্প তাতে কমিক্সের আনন্দ তো আছেই তবে হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে-র থেকে এই কমিক্স কিছুটা অন্যরকম। বাঁটুল যেন সেই কাঙ্ক্ষিত নায়ক, সেই প্রার্থিত heroism- যার মাধ্যমে সাধিত হয় poetic justice। বাঁটুল
ন্যায়নিষ্ঠ, দুঃসাহসিক, নির্লোভ। সামাজিক বা ব্যক্তিগত ভ্রষ্টাচার, দুর্নীতি, অপরাধের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়। তাদের শাস্তিও দেয়। তবে তার স্বাভাবিক সামর্থ্যই এত প্রবল যে তার সাধারণ পদক্ষেপ বা ফুঁ-এর শক্তিও সাধারন মানুষের সহ্যের বাইরে। এই যে
অতিমানবীয় ক্ষমতা- এর মধ্য দিয়ে শৈশবের কল্পলোক এবং প্রথম কৈশোরের প্রত্যাশিত superhero মূর্ত হয়ে ওঠে। আর গ্রাফিক্সও ভিন্নধর্মী হওয়ার সুযোগ পায়। বাঁটুল ছিলো সে সময়ে প্রথম রঙিন কমিক্স। ভুতের কমিক্সগুলি স্বাদবদল করে। অতিপ্রাকৃতরস
শিশুমনে ভীতির সঞ্চার না করে আনন্দ বয়ে আনে কমিক্সের পরিবেশন গুণে। ক্ষুদে দুই বিচ্ছুর সাধারণ দৌরাত্মের পাশাপাশি দেখা যায় কখনো তারা অপরাধের সঙ্গেও যুক্ত। এর ফলে গল্পগুলি বৈচিত্র্যময় হয়ে ওঠে। কোনো কোনো গল্পে অন্যান্য চরিত্র উপস্থিত
হয়। কিছু গল্পে দেখা যায় বাঁটুলের সহায়ক হিসেবে লম্বকর্ণ চরিত্রটি। আক্ষরিক অর্থে যার কান দীর্ঘ নয় কিন্তু শ্রবনশক্তিতে সেও অতিমানবীয়। এই যে অতিরেক, larger than life- বাঁটুল দি গ্রেট-এর greatness যেন এভাবেই মহিমান্বিত হয়। কিন্তু
সমস্ত মিলে বাঁটুল ও বিচ্ছুদের কাছের বলেই মনে করতে পারে শিশু-কিশোর মন। একই সঙ্গে সবুজ মনের 'বড়োরা'ও হতে পারে আহ্লাদিত।
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
নারায়ণ দেবনাথ (২৫ নভেম্বর ১৯২৫ ― ১৮ জানুয়ারি ২০২২) ছিলেন একজন বিশিষ্ট কমিক্স শিল্পী। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময় উপস্থিত হলে তাঁর আর্ট কলেজের শিক্ষায় ছেদ
পড়ে। গত শতকের পঞ্চাশের দশক থেকেই তাঁর আঁকার সঙ্গে পরিচয় বাঙালি পাঠকের। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ছোটদের বই কিংবা ‘শুকতারা’-র পাতা, তরুণ নারায়ণ দেবনাথের অলঙ্করণ তখন থেকেই মুগ্ধ করেছিলো। ষাটের দশকের গোড়ার
দিকে শুকতারার সম্পাদকের অনুরোধে 'হাঁদা ভোঁদার কান্ডকারখানা'র উদ্ভব। সেই থেকেই তাঁর সঙ্গে ছোট্ট ছেলেমেয়েদের এক অমোঘ সম্পর্ক সূচিত হয়ে যায়। ক্রমে আবির্ভাব ঘটে 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে', 'বাহাদুর বেড়াল', 'শুঁটকি আর মুটকি',
'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু' 'পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান', 'গোয়েন্দা কৌশিক রায়'। জনপ্রিয় যেমন হয়েছে তেমনই জনপ্রিয়তা বজায় থেকেছে প্রজন্মের পর প্রজন্মে। কমিক্সের ইংরেজী অনুবাদের মাধ্যমে বৃহত্তর পাঠক তাঁর সৃষ্টির কাছে পৌঁছোনোর
সুযোগ পেয়েছেন।
বাঁটুলকে কেন্দ্র করে যে বিভিন্ন গল্প তাতে কমিক্সের আনন্দ তো আছেই তবে হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে-র থেকে এই কমিক্স কিছুটা অন্যরকম। বাঁটুল যেন সেই কাঙ্ক্ষিত নায়ক, সেই প্রার্থিত heroism- যার মাধ্যমে সাধিত হয় poetic justice। বাঁটুল
ন্যায়নিষ্ঠ, দুঃসাহসিক, নির্লোভ। সামাজিক বা ব্যক্তিগত ভ্রষ্টাচার, দুর্নীতি, অপরাধের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়। তাদের শাস্তিও দেয়। তবে তার স্বাভাবিক সামর্থ্যই এত প্রবল যে তার সাধারণ পদক্ষেপ বা ফুঁ-এর শক্তিও সাধারন মানুষের সহ্যের বাইরে। এই যে
অতিমানবীয় ক্ষমতা- এর মধ্য দিয়ে শৈশবের কল্পলোক এবং প্রথম কৈশোরের প্রত্যাশিত superhero মূর্ত হয়ে ওঠে। আর গ্রাফিক্সও ভিন্নধর্মী হওয়ার সুযোগ পায়। বাঁটুল ছিলো সে সময়ে প্রথম রঙিন কমিক্স। ভুতের কমিক্সগুলি স্বাদবদল করে। অতিপ্রাকৃতরস
শিশুমনে ভীতির সঞ্চার না করে আনন্দ বয়ে আনে কমিক্সের পরিবেশন গুণে। ক্ষুদে দুই বিচ্ছুর সাধারণ দৌরাত্মের পাশাপাশি দেখা যায় কখনো তারা অপরাধের সঙ্গেও যুক্ত। এর ফলে গল্পগুলি বৈচিত্র্যময় হয়ে ওঠে। কোনো কোনো গল্পে অন্যান্য চরিত্র উপস্থিত
হয়। কিছু গল্পে দেখা যায় বাঁটুলের সহায়ক হিসেবে লম্বকর্ণ চরিত্রটি। আক্ষরিক অর্থে যার কান দীর্ঘ নয় কিন্তু শ্রবনশক্তিতে সেও অতিমানবীয়। এই যে অতিরেক, larger than life- বাঁটুল দি গ্রেট-এর greatness যেন এভাবেই মহিমান্বিত হয়। কিন্তু
সমস্ত মিলে বাঁটুল ও বিচ্ছুদের কাছের বলেই মনে করতে পারে শিশু-কিশোর মন। একই সঙ্গে সবুজ মনের 'বড়োরা'ও হতে পারে আহ্লাদিত।