লেখক পরিচিতিঃ অমর মিত্রের জন্ম ১৯৫১ সালে বসিরহাটে। রাজ্য সরকারি চাকরি করেও আজীবন সাহিত্যসাধনায় ব্রতী। ১৯৭৪ সালে 'মেলার দিকে ঘর' গল্প দিয়ে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। ২০১৭ সালে সমস্ত জীবনের সাহিত্য রচনার জন্য পান যুগশঙ্খ পুরস্কার। খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র তার অগ্রজ।
অমর মিত্রের সৃষ্টিতে নগর কলকাতা থেকে প্রান্তিক ভূমি, নিজদেশ থেকে পরবাস সমস্তই অঙ্গীভূত হয়েছে বিষয় হিসেবে। সেই সূত্রে তাঁর সাহিত্যে সংলগ্ন হয়ে থেকেছে বিশ্বায়ন, নগরায়ন, যুদ্ধ, ধ্বংস, পুনঃনির্মাণের বিক্ষত, অবসন্ন চরিত্রায়ন। বর্তমান উপন্যাস তেমনই এক আশা-নিরাশা, আশ্রয়-আশ্রয়হীনতার দোলাচলে অস্থির আলেখ্য। এখানে স্বপ্নদ্রষ্টার অন্তর্বাস্তব আর বহিরঙ্গ বাস্তবের মধ্যে নির্মিত হয় দুস্তর ব্যবধান। তাই অনেক স্বপ্নে গড়ে তোলা গৃহ কিংবা জনপদ ক্ষনভঙ্গুর,নিয়ত নিঃসঙ্গ হয়ে নিঃসীম এক শূন্যের অনুভবে উপনীত করে মানুষকে। গহীন নির্বেদে রিক্ত হয় হৃদয়।
Weight:557 gm
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
লেখক পরিচিতিঃ অমর মিত্রের জন্ম ১৯৫১ সালে বসিরহাটে। রাজ্য সরকারি চাকরি করেও আজীবন সাহিত্যসাধনায় ব্রতী। ১৯৭৪ সালে 'মেলার দিকে ঘর' গল্প দিয়ে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। ২০১৭ সালে সমস্ত জীবনের সাহিত্য রচনার জন্য পান যুগশঙ্খ পুরস্কার। খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র তার অগ্রজ।
অমর মিত্রের সৃষ্টিতে নগর কলকাতা থেকে প্রান্তিক ভূমি, নিজদেশ থেকে পরবাস সমস্তই অঙ্গীভূত হয়েছে বিষয় হিসেবে। সেই সূত্রে তাঁর সাহিত্যে সংলগ্ন হয়ে থেকেছে বিশ্বায়ন, নগরায়ন, যুদ্ধ, ধ্বংস, পুনঃনির্মাণের বিক্ষত, অবসন্ন চরিত্রায়ন। বর্তমান উপন্যাস তেমনই এক আশা-নিরাশা, আশ্রয়-আশ্রয়হীনতার দোলাচলে অস্থির আলেখ্য। এখানে স্বপ্নদ্রষ্টার অন্তর্বাস্তব আর বহিরঙ্গ বাস্তবের মধ্যে নির্মিত হয় দুস্তর ব্যবধান। তাই অনেক স্বপ্নে গড়ে তোলা গৃহ কিংবা জনপদ ক্ষনভঙ্গুর,নিয়ত নিঃসঙ্গ হয়ে নিঃসীম এক শূন্যের অনুভবে উপনীত করে মানুষকে। গহীন নির্বেদে রিক্ত হয় হৃদয়।